Latest Posts

Friday, February 22, 2019

بسم الله الرحمن الرحيم
السلام عليكم و رحمه الله و بركاته

সম্প্রতি প্রিয় শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এর একটা মন্তব্যের পরে অনেক ভাই উনার সম্পর্কে বাজে মন্তব্য করছেন।নিজামুদ্দিনের হযরতগণ নিশ্চয়ই আমাদেরকে এই শিক্ষা দেননাই যে,উলামায়ে কেরামের প্রতি আমরা বদজবানী করব।
আল্লাহ আমাদের পরস্পরের সম্পর্ককে সংশোধন করে দিন।
অপপ্রচার বহুত মারাত্মক জিনিস।বনু মুস্তালিকের যুদ্ধের পর মুনাফিকরা হযরত আয়িশা(রা) সম্পর্কে অপবাদ রটাতে শুরু করে।তারা এত প্রচন্ড অপপ্রচার চালাতে লাগলো যে অনেক বদরী সাহাবা(রা) তাদের কথায় প্রভাবিত হয়ে এই প্রচারনায় শরীক হয়ে গেলেন।
যাদের মধ্যে হযরত মেসতাহ (রা)অন্যতম যার ভরণপোষণ হযরত আবুবকর (রা) করেছিলেন।
এজন্য মাওলানা সা'দ সাহেব হাফিজাহুল্লাহকে মহব্বত করনেওয়ালা সাথীদের প্রতি অনুরোধ, যদি কোন আলিম অপপ্রচারে প্রভাবিত হয়ে বা উনার ইজতিহাদের মাধ্যমে হযরত মাওলানা সম্পর্কে কোন কথা বলেই ফেলেন তবে আমরা যেন উনার সম্পর্কে খারাপ মন্তব্য না করি।
কারণ উনার ইজতিহাদে ভুল হলে উনি একটি নেকি পাবেন।আর সঠিক হলে দুইটি নেকি পাবেন ।
আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন।
উম্মতের এই করুণ অবস্থায় এখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজজুহ  হয়ে কাজ করতে থাকি। যদি আমার কথা আর কাজ উম্মতের ঐক্যের কারণ হয় তাহলে বলি এবং করি, আর না হলে চুপ করে আল্লাহতায়ালা কে বলি এবং দোয়া  কান্নাকাটি করি ,নিজের মুখকে সেলাই করে নেই।
والسلام ،و الله اعلم بالصواب
  اسامه

হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এর একটা মন্তব্যের ব্যাপারে মুফতি উসামা

بسم الله الرحمن الرحيم
السلام عليكم و رحمه الله و بركاته

সম্প্রতি প্রিয় শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এর একটা মন্তব্যের পরে অনেক ভাই উনার সম্পর্কে বাজে মন্তব্য করছেন।নিজামুদ্দিনের হযরতগণ নিশ্চয়ই আমাদেরকে এই শিক্ষা দেননাই যে,উলামায়ে কেরামের প্রতি আমরা বদজবানী করব।
আল্লাহ আমাদের পরস্পরের সম্পর্ককে সংশোধন করে দিন।
অপপ্রচার বহুত মারাত্মক জিনিস।বনু মুস্তালিকের যুদ্ধের পর মুনাফিকরা হযরত আয়িশা(রা) সম্পর্কে অপবাদ রটাতে শুরু করে।তারা এত প্রচন্ড অপপ্রচার চালাতে লাগলো যে অনেক বদরী সাহাবা(রা) তাদের কথায় প্রভাবিত হয়ে এই প্রচারনায় শরীক হয়ে গেলেন।
যাদের মধ্যে হযরত মেসতাহ (রা)অন্যতম যার ভরণপোষণ হযরত আবুবকর (রা) করেছিলেন।
এজন্য মাওলানা সা'দ সাহেব হাফিজাহুল্লাহকে মহব্বত করনেওয়ালা সাথীদের প্রতি অনুরোধ, যদি কোন আলিম অপপ্রচারে প্রভাবিত হয়ে বা উনার ইজতিহাদের মাধ্যমে হযরত মাওলানা সম্পর্কে কোন কথা বলেই ফেলেন তবে আমরা যেন উনার সম্পর্কে খারাপ মন্তব্য না করি।
কারণ উনার ইজতিহাদে ভুল হলে উনি একটি নেকি পাবেন।আর সঠিক হলে দুইটি নেকি পাবেন ।
আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন।
উম্মতের এই করুণ অবস্থায় এখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজজুহ  হয়ে কাজ করতে থাকি। যদি আমার কথা আর কাজ উম্মতের ঐক্যের কারণ হয় তাহলে বলি এবং করি, আর না হলে চুপ করে আল্লাহতায়ালা কে বলি এবং দোয়া  কান্নাকাটি করি ,নিজের মুখকে সেলাই করে নেই।
والسلام ،و الله اعلم بالصواب
  اسامه

0 comments:

Category

Total Pageviews

Search Here

Created By Tablig World. Powered by Blogger.

Featured Post

All Audio Clips By Ulama

Present Markaz Nizamuddin and Conspiracy inside By Maulana Shafeeq D.B. Second

Followers

back to top